শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নির্মলেন্দু গুণের সফল অস্ত্রোপচার

1413121891_36376

কবি নির্মলেন্দু গুণের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া তিনটায় বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তী সাংবাদিকদের এ কথা জানান।

বেলা সোয়া ১২টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। এ সময় ডা. বরেণ চক্রবর্তীর সঙ্গে ছিলেন ডা. লুৎফর রহমান।

গত শনিবার দুপুরে কবি নির্মলেন্দু গুণ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরদিন রবিবার দুপুর থেকে অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর জিগাতলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বিকেলে ল্যাবএইডে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় তাকে স্থানান্তর করা হয় আইসিইউতে।