শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নির্বাচিত হতে যাচ্ছে চবি শিক্ষার্থীদের করা ফ্লাশ মব

icc-cu1

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এর জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি করা ফ্লাশ মবটি এই পর্যন্ত সর্বোচ্চ ভিজিট নিয়ে ইউটিউবে তালিকার শীর্ষে রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল থিম সং করার জন্য বাংলাদেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিউজিক ভিডিওর ফ্লাশ মব জমা দিয়েছে।এসব ফ্লাশ মব এর মধ্যে যেটি সবচেয়ে বেশিবার ভিজিট করা হবে সেটি দেখানো হবে আইসিসি’র হোমপেজে, টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়াও এ ফ্লাশ মবটি ইএসপিএন ও স্টার স্পোর্টস চ্যানেলে সম্প্রচার করা হবে।ইউটিউবে বাংলাদেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের আপলোড করা ফ্লাশ মবগুলোর মধ্যে চবি শিক্ষার্থীদের করা ফ্লাশ মবটি এই পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার ৩’শ ভিজিট নিয়ে ইউটিউবে তালিকার শীর্ষে রয়েছে।অন্য ১০ টি বিশ্ববিদ্যালয়ের ভিডিও গুলোর মধ্যে যেটি সর্বোচ্চ  সংখ্যক ভিজিট করা হয়েছে তার সর্বশেষ ভিজিট  ছিল মাত্র ৩৭ হাজার মত। এছাড়া চবি শিক্ষার্থীদের ফ্লাশ মবটি সাকিব আল হাসান এবং আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে। এখন শুধু আইসিসির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা !