শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নির্বাচন প্রশ্নবিদ্ধ বিশ্বাসযোগ্যও হয়নি

08_216533
নজিরবিহীন কারচুপি তিন সিটির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে বিভিন্ন কেন্দ্রে গোলযোগ ও সহিংসতা, ভোট প্রদানে বাধা, দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে অনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি অতীতের সব কর্মকাণ্ডকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি মাঝপথে বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণাকে বিতর্কিত আখ্যায়িত করে তারা বলেছে, এর ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে সুস্থ পরিবেশ প্রতিষ্ঠার পথে নতুন ঝুঁকি সৃষ্টি হলো। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় গভীর হতাশা ও উদ্বেগও জানিয়েছে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানটি। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ও পেশিশক্তির অপপ্রয়োগে ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে, যা তিন সিটি করপোরেশন নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক একটি প্রতিষ্ঠানের নির্বাচনী আইন প্রয়োগসহ স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থতায় গভীরভাবে উদ্বিগ্ন টিআইবি।’তিনি বলেন, ‘ব্যাপক কারচুপির নির্ভরযোগ্য তথ্য আর প্রমাণ থাকার পরও কমিশন কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে অস্বীকৃতি, মিথ্যাচারের আশ্রয় নিয়ে নিজেকে বিব্রত করেছে। যথাযথ দায়িত্ব পালনে নির্বাচন কমিশন শুধু যে ব্যর্থ হয়েছে তাই নয়, বরং কমিশন ব্যাপকভাবে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও জন-আস্থা ধূলিসাৎ হয়েছে।’নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি : তিন সিটি করপোরেশনের নির্বাচনকে বিশ্বাসযোগ্য মনে করে না নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডাব্লিউজি)। নির্বাচনের দিন উল্লেখযোগ্য মাত্রায় অনিয়ম ও সহিংস ঘটনায় ভরপুর ছিল বলে পর্যবেক্ষণ মন্তব্য তাদের।গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে প্রাথমিক বিবৃতি প্রকাশ করে সংস্থাটি। এতে বলা হয়েছে, যে প্রক্রিয়ায় অপকর্ম সংঘটিত হয়েছে এবং অনিয়মের ঘটনা ঘটেছে, তার কারণে নির্বাচনকে বিশ্বাসযোগ্য মনে করে না ইডাব্লিউজি। তিনটি সিটি করপোরেশনের ৬১৯ কেন্দ্র পর্যবেক্ষণ করে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার এ জোট। তাদের পর্যবেক্ষণে জোর করে ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেছে অন্তত ১৩৮টি। সহিংসতার ঘটনা ঘটেছে ১৬৪টি। এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে ৭৮টি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইডাব্লিউজির পরিচালক ড. মো. আব্দুল আলীম, সদস্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, তালেয়া রেহমান, কামরুল হাসান মঞ্জু প্রমুখ।