মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নির্বাচন না করেও আমি এমপি হয়েছি’

27658_r

জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গত নির্বাচন কোন নির্বাচন নয়। আগামী নির্বাচন হবে আসল নির্বাচন। আমি নির্বাচন না করেও এমপি নির্বাচিত হয়েছি এটা তামাশা ছাড়া আর কিছু নয়। দেশের মানুষের কোন নিরাপত্তা নেই। দেশের মানুষ এ সরকারের কাছ থেকে মুক্তি চায়। দেশের মানুষ এখন ঘরে থাকলে হচ্ছে খুন আর বাহিরে গেলে হয়ে যাচ্ছে গুম। হতাশায় কাটাচ্ছে মানুষ দিন। এখন একের পর এক ব্যাংক ডাকাতি হচ্ছে। ব্যাংক ডাকাতির কোন সন্ধান পাচ্ছে না সরকার। গরিবের টাকা ব্যাংক থেকে হয়ে যাচ্ছে লুট। মানুষের জানের সাথে টাকারও নিরাপত্তা নেই। দেশে প্রশাসন আছে বলে মনে হচ্ছে না। সমস্ত প্রশাসন সরকারের দালালি করছে। তিনি বুধবার বিকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুল এর নেত্বত্রে বিএনপি, যুবদল থেকে ১হাজারের অধিক নেতা কর্মী জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন। জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ,কে,এম মাহবুবুল আলম মিঠু প্রমুখ।