Monday, February 10Welcome khabarica24 Online

নির্বাচনে না আসা বিএনপির দুর্ভাগ্য

abul-mal-abdul-muhit_7490_28262

অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী সব দলকে নিয়ে একটি সরকার গঠন করতে চেয়েছিলেন। কিন্তু বিএনপির দুর্ভাগ্য, তারা গত নির্বাচনে অংশ নেয়নি।
আজ বেলা সাড়ে তিনটায় হবিগঞ্জ পৌরসভা মাঠে অনুষ্ঠিত জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের কৃষি উৎপাদন ২৭০ লাখ মেট্রিকটন ৩শ লাখে দাঁড়িয়েছে। জমি বাড়ছে না কিন্তু এ সরকারের আমলে ৮০ লাখ টন খাদ্য বেশি উৎপাদন হয়েছে।
তিনি বলেন, গত ২৮ বছরে আমাদের প্রবৃদ্ধি হয়েছে ৩ শতাংশ। আর শেখ হাসিনার ৫ বছরে হয়েছে সমপরিমাণ প্রবৃদ্ধি হয়েছে। তিনি শিক্ষার বাজেট ৬ হাজার কোটি টাকা থেকে ২২ হাজার কোটি টাকা করা হয়েছে যা এ সরকারেরই অবদান।
দারিদ্র্য ও বেকারত্ব দেশের অভিশাপ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দারিদ্র্য আছে ২৬ শতাংশ। তা নেমে ১৫ শতাংশে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ওমর ফারুক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ।