সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান এরশাদের

ershad-1_164600
নেতা কর্মীদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বসে থেকো না। সময় কম। আমি ঘুরে বেড়াচ্ছি। প্রতিটি মিনিট মূল্যবান। আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে তোমাদের।
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়শল চিশতী, দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, নুরুল ইসলাম নুরু, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ বক্তব্য দেন।এরশাদ বলেন, গণতন্ত্র মানে জনগণের শাসন। বাংলাদেশে একদলীয় শাসন চলছে। আমরা আবার গণতন্ত্র ফিরে পাবো। মানুষ সুবিচার পাবে। তোমরা কাজ করো। তিনি বলেন, হরতাল মানি না। ভূমিকম্প হলেও তোমাদের আসতে হবে। এখন বিশ্রামের সময় নেই। এটাই আমাদের প্রতিশ্রুতি।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গণতন্ত্র মানে জনগণের শাসন। কিন্তু দেশে আজ জনগণের শাসন নেই। তাই জনগণ সত্যিকার অর্থেই পরিবর্তন চায়। তিনি অভিযোগ করেন, সরকার বলেছিল, জনসংখ্যা জনশক্তিতে রূপান্তরিত করবে। বলেছিল, ঘরে ঘরে চাকরি দেবে। কিন্তু আজ ঘরে ঘরে বেকার। যুবকরা যাচ্ছে বিপথে।এরশাদ আরো বলেন, আমরা ক্ষমতায় আসার পর গ্রামে ছিল কাঁচা রাস্তা। সেখানে চলত গরুর গাড়ি। কিন্তু সেটি পরিবর্তন করেছে জাতীয় পার্টি। দেশের সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে জাতীয় পার্টির কারণে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি সব সময় শ্রমিকদের উন্নয়নে কাজ করেছে। কারণ জাতীয় পার্টি বিশ্বাস করত, একটি দেশের উন্নতির চাবিকাঠি হচ্ছে কৃষক-শ্রমিক। তাই জাতীয় পার্টি কৃষক-শ্রমিকের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে।সাবেক এ রাষ্ট্রপতি বলেন, সড়ক দুর্ঘটনা, মৃত্যু এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। সেদিন ৩৪ জন মারা গেল। আমরা শুধু দুঃখ প্রকাশ করি। কারা মারা গেল, কেন মারা গেল সে খবর রাখি না। কীভাবে ক্ষমতায় থাকা যায় সারাক্ষণ সেই চিন্তা করি। আশা করি সুদিন আসবে। সেদিন আমরা পরিবর্তন আনবো।