অবরোধের মধ্যে নির্ধারিত সময়েই এসএসসি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার সচিবালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।আগামী ২ ফেব্রুয়ারি সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। অবরোধের মধ্যেই এসএসসি পরীক্ষা হবে জানিয়ে অবরোধ ডাকা দলগুলোর উদ্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আপনাদের আল্লাহর দোহাই, খোদার দোহাই, মানবতার দোহাই আমাদের ছেলে-মেয়েদের নির্বিঘ্নে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দিন।এদিকে এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা বোর্ডগুলোর সব ধরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা দূর হয়নি। এ নিয়ে আন্ত:বোর্ডগুলোসহ সংশ্লিষ্টদের সঙ্গে বুধবার বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়।ঢাকার বাইরের শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বোর্ড কর্তৃপক্ষও উদ্বিগ্ন। কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে কার্যত অসহায় তারা। এ নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেনি বেশিরভাগ বোর্ড। পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচি থাকবে না, এখনো এমনটাই আশা করছেন তারা। আর বিরুপ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে বলেও জানান তারা।