সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নিভু নিভু নি:শ্বাষে :: মাহবুব পলাশ

প্রগাঢ় প্রণয়ে সাঁঝের দ্বীপ ও ম্রিয়মাণ
গাঢ়তর মরণ এলে চোখের জলে জীবন হাসে।
তোমার প্রেমের উচ্চতা, প্রস্থ, গভীরতা সব
জ্বল জ্বল করছে নিভু নিভু নি:শ্বাষে ।

মেঘ চৌচির অসুখী দেবদূত প্রিয়তমা হায়
ঈর্ষাকাতর হিমেল জ্বরে চিরনিদ্রায় শুয়ে।
ঋজু প্রেম আকাশে তারার মেলায় গাঁথে বাঁধন
সাগরতলের স্বর্গে ও শব্দমুখর হয় সমাধিতলে ।

আকাশ জুড়ে বনবিথী ছড়ায় আলো চাঁদ
প্রিয়ার শয্যাপাশে বাস্পকণা কাঁদে।
চিরযৌবন রুপের ঐশ্বর্যে রুপালী নক্ষত্র
অদৃষ্টের সীমারেখা থামে অন্তিম গন্থব্যে।