মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নিবিড় পর্যবেক্ষণে রিয়াজ রহমান

image_175299.80715_riyes rahman

 

২০ দলীয় জোটের অবরোধের মধ্যে দুর্বৃত্তের হামলায় আহত রিয়াজ রহমানের গুলির ক্ষতচিহ্ন পরিচর্যার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচার কক্ষ থেকে বুধবার সন্ধ্যায় তাকে পোস্ট অপারেটিভ কক্ষে নেওয়ার পর স্বজন ও দলীয় কয়েকজন নেতা তাকে দেখে এসেছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে ইতোমধ্যে চিকিৎসকরা জানিয়েছেন।হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ রহমানকে দুপুর আড়াইটায় এইচডিইউ কক্ষ থেকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় সেখান থেকে বের করা হয় তাকে। অস্ত্রোপচার কক্ষে নেওয়ার পর ইউনাইটেড হাসপাতালের ক্লিনিক্যাল অপারেশন বিভাগের পরিচালক দবির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে তার পা ও কোমরের চারটি ক্ষত ভালোভাবে পর্যবেক্ষণ করে অ্যান্টিবায়োটিক দিয়ে পরিষ্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।