নিজস্ব প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামী’র ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল করেছে মীরসরাই উপজেলা আওয়ামীলীগ। ২৯শে অক্টোবর (বুধবার) দুপুরে রায় ঘোষনার পরই মীরসরাই উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে মহাসড়কে প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমানের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মীরা অংশগ্রহন করে।
এসময় অন্যান্যের মাঝে আওয়ামীলীগ নেতা সিরাজ-উদ-দৌলা,শহীদুন্নবী, পৌর আ:লীগের সহ-সভাপতি মিয়া মো: হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক নুরুল আবছার সেলিম, কমিশনার শাখের আহম্মেদ রাজু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুর ইসলাম রানা, যুগ্ন আহ্বায়ক এমরান হোসেন সোহেল, ফরহাদ হোসেন, মীরসরাই পৌর ছাত্রলীগ ও মীরসরাই কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহন করে। মিছিল শেষে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুর ইসলাম রানা আগামীকালের হরতালে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঠে থেকে জামায়াত শিবিরকে প্রতিহত করার আহ্বান জানান।