শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কামরুল হাসানঃ

মীরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
কলেজের হলরুেম কেক কেটে জয় বাংলা’ স্লোগানে ছাত্রলীগের জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, ছাত্রলীগ নেতা নুরুল আজিম, শরিফুল ইসলাম সবুজ, সাইফুল ইসলাম, আদনান রাব্বি, ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উৎসবমুখর পরিবেশে একে অপরকে কেক খাইয়ে দেওয়ার মধ্য দিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন বক্তব্যে ছাত্রলীগের ঐতিহ্য গৌরব ময় অধ্যায় তুলে ধরে নেতাকর্মীদের মাঝে।