বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ৫ আশ্বিন ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নিজামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ বসতঘর ভস্মিভূত, ১৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

download copy
ফাহিমা আক্তার, নিজামপুর :  মীরসরাইয়ে বাচ্চাদের খেলার ছলে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া গ্রামের সিদ্দিক সারেং বাড়ীতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৩টার সময় বাড়ীর ছোটবাচ্চারা দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালালে পাশে রাখা শণে আগুন সংক্রমিত হয়। ঘটনার সময় বিদ্যুৎ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে পার্শ্ববর্তী আবুল হাশেম, আবুল কালাম, তবারক হোসেন ও মোবারক হোসেনের ঘর ভস্মিভূত হয়ে যায়। আগুনের তীব্রতায় ঘর থেকে কোনো সামগ্রীই বের করা সম্ভব হয়নি বলে জানান ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে ৪ পরিবারের ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।