২৩৯ আরোহী নিয়ে গত ৮ই মার্চ নিখোঁজ বোয়িং-৭৭৭ বিমানের অবস্থান এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে ভারত মহাসাগরের একটি অঞ্চল থেকে ধারণকৃত নতুন স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রে ১২২টি ‘সম্ভাব্য বস্তু’ পাওয়া গেছে। ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস সংস্থার স্যাটেলাইটে ভারত মহাসাগরের ৪০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে সম্ভাব্য বস্তুগুলোর ছবি শনাক্ত করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে এ বস্তুগুলো নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ কিনা, সে সম্পর্কে নিশ্চিত নয় কর্তৃপক্ষ। ওই বস্তুগুলোর সঙ্গে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের কোন সাদৃশ্য রয়েছে কিনা, তা জানতে বস্তুগুলোর সুনির্দিষ্ট অবস্থান শনাক্তের পর সেগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।