নিজস্ব প্রতিনিধিঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্জ জামে মসজিদে গত ১৫ মার্চ নামাজরত অবস্থায় খ্রিস্টান জঙ্গীগোষ্ঠী দ্বারা অর্ধশতাধিক মুসুল্লী হত্যার প্রতিবাদে গতকাল রবিবার মাগরিফ নামাজের পর মীরসরাই উপজেলার বড়তাকিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বার আউলিয়ার সর্দ্দার হযরত জাহেদ শাহ (রা) নাম করনে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসা, বড়তাকিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ,বড়তাকিয়া বাজার প্রদক্ষিণ করে,বড়তাকিয়া বাজার মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ মুখে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, যাহেদিয়া দাখিল মাদ্রাসা পরিচালা পরিষদের সভাপতি আলহাজ্ব আবদুল হাকিম, খৈয়াছড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক, সভাপতি আলতাফ হোসেন, বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন, মীরসরাই লতিফীয়া কামীল মাদ্রাসার আরোবী প্রভাষক মাওলানা নিজাম উদ্দিন সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন বিশ্বে মুসলিম রাষ্ট্র গুলাকে এক হয়ে বিশ্বে মুসলমানের উপর হত্যা,যুলম,নির্যাতন প্রতিবাদ গড়ে তুলতে হবে। গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্জ জামে মসজিদে নামাজরত অবস্থায় খ্রিস্টান জঙ্গীগোষ্ঠী দ্বারা অর্ধশতাধিক মুসুল্লী হত্যার বিচার অবিলম্ভে করতে হবে। বক্তারা একই সঙ্গে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা নিরাপদে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী বড়তাকিয়া জামে মসজিদের মুসল্লী, সামজিক ও সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী-৭১, প্রজম্মের আলো,তাকিয়াপাড়া যুব সমাজ, আওয়ামী,যুব,ছাত্রলীগের নেতা কর্মী সহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিমগণ।