Saturday, December 14Welcome khabarica24 Online

নায়করাজের সংগ্রামী জীবনের গল্প শুনলেন ভাবনা

29254_e2

দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের সংগ্রামী জীবনের গল্প শুনলেন এই সময়ের তন্বী নাট্যাভিনেত্রী ভাবনা। গত রোববার সকালে নায়করাজের ‘লক্ষ্মীকুঞ্জ’তে মুখোমুখি হয়ে তার সংগ্রামী জীবনের গল্প শুনেছেন ভাবনা। হঠাৎ নায়করাজের সংগ্রামী জীবনের গল্প শুনতে ইচ্ছে হলো কেন? জবাবে ভাবনা বলেন, আসছে ঈদে বাংলাভিশনে আমার একক নৃত্যানুষ্ঠান প্রচার হবে। এতে একটি বিশেষ নৃত্য আমি নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে উৎসর্গ করেছি। অনুষ্ঠানটি শেষে বাসায় ফিরে মনে হলো, যে প্রিয় নায়ককে আমি উৎসর্গ করেছি, তার সঙ্গে আমার কখনও দেখা হয়নি, সেভাবে কথাও হয়নি। তাই নিজে থেকেই আমি এমন জীবন্ত কিংবদন্তির সঙ্গে পরিচিত হতে চেয়েছি। সবার প্রিয় নায়কের সংগ্রামী জীবনের গল্প আমি নিজে সরাসরি শুনতে চেয়েছি। তাই অনেক বৃষ্টি উপেক্ষা করেও আমি তার প্রিয় লক্ষ্মীকুঞ্জে হাজির হয়েছি। নিজের সংগ্রামী জীবনের গল্প বলার সময় নায়করাজ রাজ্জাক এ আশীর্বাদ করেছেন যেন ভাবনা ভবিষ্যতে অনেক ভাল একজন অভিনেত্রী হতে পারেন। নায়করাজ রাজ্জাক বলেন, এই প্রজন্মের একজন অভিনেত্রী নিজে আগ্রহ নিয়ে আমার জীবনের গল্প শুনতে চেয়েছে- এটা সত্যিই অন্যরকম ভাল লাগার ব্যাপার। আমি তাকে খুব বেশি সময় দিতে পারিনি। তবে তার শ্রদ্ধা, আনুগত্য, ভালবাসা, সর্বোপরি আমার জীবন সম্পর্কে জানার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। আমার নায়ক জীবনের একেবারেই শুরুর দিকের সংগ্রামী জীবনের গল্প শুনিয়েছি তাকে। ভবিষ্যতে সময় পেলে হয়তো আরও গল্প হবে। উল্লেখ্য, আসছে ঈদে ভাবনার একক নৃত্যানুষ্ঠান ‘ভাবনার নীল আকাশে’ বাংলাভিশনে প্রচার হবে। এতে ভাবনা ছয়টি বিশেষ নৃত্য পরিবেশন করবেন ছয়টি বিশেষ গানে। এদিকে এরই মধ্যে নায়করাজ রাজ্জাক মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’ ছবির কাজ শেষ করেছেন। এতে তিনি একজন জজের চরিত্রে অভিনয় করেছেন। আপাতত আর কোন নতুন ছবিতে তিনি অভিনয় করছেন না। আর ভাবনা আসছে ঈদ উপলক্ষে মোহন খান, অনিমেষ আইচ, দীপংকর দীপন, মাহমুদ দিদার ও আরিফ খানের পরিচালনায় বিভিন্ন নাটকে অভিনয় করেছেন।