Friday, January 17Welcome khabarica24 Online

নাহেরপুর আবদুল জব্বার শাহ্ জামে মসজিদে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ঃ
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাহেরপুর মৌলভী আবদুল জব্বার শাহ্ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যেগে এবং জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবিরের সহযোগিতায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। আজ ১৫ আগস্ট আসরের নামাজ শেষে উক্ত মসজিদ প্রাঙ্গনে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মসজিদ পরিচালনা কমিটির কোষাধক্ষ ও ৪নং ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম সবুজের সঞ্চালনায় এবং ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আলী জিন্নাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ রাসেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এটিএম রুহুল আমিন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী শহিদুল ইসলাম সোহেল, দাউদুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাওলানা নুরের ছাপা, শিক্ষক আনোয়ার হোসেন, সাংবাদিক নাছির উদ্দিন ও স্থানীয় মুসল্লিয়ান। এসময় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এএসআই মো. ইমরান, আমিনুল ইসলাম ও আমজাদ হোসেন। এতে মিলাদ পরিচালনা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতীর কল্ল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মাওলানা নাছির উদ্দিন। উল্লেখ্য এদিন উপজেলার ১-৮ নং ইউনিয়ন এবং বারইয়ারহাট পৌরসভাসহ মোট ১৩টি মসজিদে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবিরের সহযোগিতায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয় বলে জানান, জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথ।