Monday, February 10Welcome khabarica24 Online

নাহিম সাধারণ গ্রেড়ে বৃত্তি পেয়েছে

নিজস্ব প্রতিনিধি ঃ
২০১৭ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সম্প্রতি ঘোষিত বৃত্তির ফলাফলে, মিরসরাই উপজেলার উত্তর নাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার অংশ গ্রহণ করে মুভতাছিন আশরাফ চৌধুরী নাহিম সাধারণ গ্রেড়ে বৃত্তি পেয়েছে। এছাড়াও সে সমাপনী পরীক্ষার ফলাফলে জিপিএি ৫ পেয়েছে। নাহিম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৪নং ধুম ইউনিয়নের উত্তর নাহেরপুর গ্রামের কোব্বাত আহম্মদ চৌধুরী বাড়ীর পিতা ব্যাংকার আশরাফুল আলম চৌধুরী সবুজ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভার) লাভলী ইয়াছমিনের ছেলে। নাহিম সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।