সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এর বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। দশম সংসদের পঞ্চম অধিবেশনে বুধবার প্রশ্নোত্তর পর্বে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের এক সম্পুরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কোনো নাশকতা সহ্য করবে না। মামলা হয়েছে, আইন তার আপন গতিতে চলবে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা আদালত করবে। এই খুনের দায় তিনি এড়াতে পারবেন না। তিনি বলেন, এত বড় অন্যায় বরদাস্ত করা যায় না। এই অন্যায় বরদাস্ত করলে এই দেশ ধ্বংসের দিকে চলে যাবে। এর বিচার হবে।তিনি বলেন, ক্ষমতায় থাকতে উনি মানুষ হত্যা করেছেন। এখন উনি না বিরোধী দলে, না ক্ষমতায়। উনার ভুল সিদ্ধান্ত উনি নির্বাচনে আসেন নাই। জামায়াতের খাতিরে নির্বাচনে আসেন নাই। এখন জনগণের উপর প্রতিশোধ নিচ্ছেন। তার ফলে যেটা দাঁড়াচ্ছে এই বিএনপির নাম সাধারণ মানুষ মুখে নেবে না।সংসদ নেতা বলেন, মানুষ পুড়িয়ে মারা মোহে এত মোহিত হয়ে আছেন যে ছেলের শোক উনার আছে কী না সন্দেহ? আজ পর্যন্ত নিজের ছেলের কবরটা জিয়ারত করতে যান নাই, দোয়া করতে যান নাই। কুলখানি-দোয়া মাহফিল সেগুলোর দিকে উনার হুশ নাই। সাধারণ মানুষ কী অপরাধ করেছে? সাধারণ মানুষের উপর এই জুলুম উনি কেন করছেন? উনার অর্জনটা কী হচ্ছে সেটা আমি জানি না। উনি খুন-খারাবি চালিয়েই যাচ্ছেন।
তিনি বলেন, ২ তারিখ থেকে এসএসসি পরীক্ষা। ২ তারিখ থেকেই যেন উনার হরতালও পেয়ে গেল। উনার হরতাল কেউ মানে না। হরতাল হচ্ছে কোথায়? রাস্তাঘাটে যানজট। দোকানপাট মানুষ খুলছে, কিন্তু ভয় মানুষের মাঝে। কেন? উনি পুড়িয়ে মানুষ মারছেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া এটা আর কিছুই না।