শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নারী লাঞ্ছনাকারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

2c7e84a71a4cd1cf0103a18b18bfa642-02-finalttt_265086

 

বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় ৮ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরিয়ে দিলে এক লাখ টাকা করে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।   রোববার পুলিশের সদর দফতরে  সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।আইজিপি শহীদুল হক বলেন, নারী লাঞ্ছনার ওই ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে প্রত্যেকের জন্য আমি এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করলাম।তিনি বলেন, কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জনগণের সহযোগিতা প্রয়োজন।শহিদুল হক বলেন, বর্ষবরণে যৌন নিপীড়নের জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। আমরা এর আগে এ ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ সাংবাদিকদের সরবরাহ করেছি। আপনার তা প্রচার করেছেন। কিন্তু এ বিষয়ে এখনো কেউ তথ্য দিয়ে সহায়তা করতে পারেনি আমাদের। আমরাই সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাই আটজনকে চিহ্নিত করেছি। এদের ছবি আবারো আপনাদের দেয়া হবে। আপনার এগুলো প্রচার করুন। তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন।সংবাদ সম্মেলনে আইজিপি আরো জানান, সারা দেশে নিবন্ধনহীন মোটর-সাইকেলের বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ।তিনি বলেন, আজ থেকে ১৫ দিন সময় দেয়া হবে। এরপর ৩ জুন থেকে পুলিশ রেজিস্ট্রেশনহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করবে।