Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ

image_87448.narayanganj

নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে কোনো প্রার্থী দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গণভবনে আজ বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।
আওয়ামী লীগের সংসদীয় বোর্ড সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, এই আসন আমরা আগেই তো জাতীয় পার্টিকে দিয়েছিলাম। সুতরাং এই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ও দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল ভারতের একটি হাসপাতালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমান মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর আসনটি শূন্য হয়। এ আসনে উপনির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে।