সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নাদিয়াকে নিয়ে কি বলতে চায় মোশাররফ করিম ?

খবরিকা বিনোদন ডেক্স :: এবারের ঈদে বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার মধ্যে একটি ‘নিজে বাঁচলে বউয়ের নাম’।
জানা গেছে, নামে কমেডি মনে হলেও এটি মূলত একটি রহস্যধর্মী নাটক। নাটকের গল্পে দেখা যাবে, মোশাররফের স্ত্রীর চরিত্রে রূপদানকারী সালহা খানম নাদিয়া মনে করেন স্বামীর পরিবারের সদস্য সম্পত্তি থেকে তার স্বামীকে ঠকিয়েছে। তাই শ্বশুরবাড়ির সবার সঙ্গে নিজের ও স্বামীর যোগাযোগ বন্ধ করে দেয়, কিন্তু নিজের বাড়ির সবার সঙ্গে ঠিকই যোগাযোগ রাখে। এতে বিরক্ত হয় মোশাররফ।
একদিন নাদিয়ার আনিস নামে এক আত্মীয় বেড়াতে আসে তাদের ফ্ল্যাটে। মোশাররফ টিভিতে খবর দেখতে গিয়ে জানতে পারে, আনিস দুটো খুন করে তাদের বাড়িতে আত্মগোপন করেছে। এরপর শুরু হয় নাটকীয়তা।
এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকের গল্প দারুণ। দর্শকদের একটা রহস্যের মধ্যে রাখবে। অন্যান্য বছরের তুলনায় এবার ঈদে বেশি নাটকে কাজ করেছি। তারমধ্যে এটি একটি। আমি চেষ্টা করি প্রত্যেকটি কাজেই দর্শকদের ভালো কিছু যেন দিতে পারি। সেই চেষ্টা থেকেই এই নাটক করা। আশা করি সবার ভালো লাগবে।’
শামস করিমের পরিচালনায় নির্মিত এ নাটকটি আজ রাত ১০টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।