সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১৬, আহত ৬০

21565_bomb

নাইজেরিয়ার রাজধানী আবুজার কাছে একটি বাস টার্মিনালে গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে কট্টরপন্থী সংগঠন এ ধরনের হামলাগুলো চালিয়ে থাকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত ৫ বছরে বোকো হারামের হামলায় দেশটিতে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন। গতকাল নিয়ানিয়া নামের বাস টার্মিনালটিতে স্থানীয় সময় রাত ৮টার দিকে গাড়িবোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে টার্মিনাল বেশ অন্ধকার থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয়। এই টার্মিনালেই গত ১৪ই এপ্রিল ভোরে এক বোমা হামলায় ৭৫ জন নিহত হন।