বিএনপি প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, এত বড় একটা পার্টি, ২০০ লোকও একত্রিত করতে পারে না। এটা তাদের ব্যর্থতা। তারা বিদেশের দিকে তাকিয়ে থাকে। এখন তারা তাকিয়ে আছে ভারতে দিকে। নরেন্দ্র মোদি এলে হয়তো তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। আমাদের জনগণই আমাদের শক্তি।আজ মঙ্গলবার রাতে শ্রীমঙ্গলের সড়ক ও জনপদ বিভাগের ডাকবাংলোতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।খালেদা জিয়ার উদ্দেশে যোগাযোগমন্ত্রী বলেন, মাথা ব্যথা আছে বলে মাথাটা কেটে ফেললেই কিন্তু ব্যথার উপশম হয় না। তাহলে তো মাথাই চলে গেল। মাথা ব্যথার উপশম কখনোই মাথা কেটে করা যাবে না। তিনি র্যাব নিজেই সৃষ্টি করেছেন। এখন আবার নিজেই র্যাবকে বিলুপ্ত করার জন্য দাবি তুলছেন। এটা কোনো কথা? আমরা তো তখন র্যাব বিলুপ্তির দাবি তুলিনি। আমাদেরও তো তখন অনেক অভিযোগ ছিল? আর সবচেয়ে বড় কথা- বেগম খালেদা জিয়াই র্যাবকে স্বাধীনতা পদক দিয়েছিলেন। আমি প্রশ্ন করতে চাই- তিনি ক্ষমতায় এলে কি র্যাবের ওই স্বাধীনতা পদক প্রত্যাহার করে নেবেন?সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সম্প্রতি সাত খুনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, নবাব সিরাজদেৌল্লার একেবারে পরম আত্মীয় ছিল জাফর। তিনি আবার নবাবের বিরুদ্ধে সবচেয়ে বড় বিশ্বাস ঘাতকতা করেন। এখন বিশ্বাসঘাতকতার অপর নাম যুগে যুগে মীর জাফর। মনে করেন, একটা পরিবারে পাঁচ ভাই আছেন। সব ভাই কি এক রকম? একটা ভাইও তো কখনো কখনো বিপদগামী হয়ে থাকে। আত্মীয় কেউ অপরাধ করলে আমি তার অপরাধকে সমর্থন করছি কি না সেটা এক বিষয়। আর তার অপরাধের দায় আমরা কেন নেব? এখন আপনার একজন আত্মীয় অপরাধ করলে তাতে কি আপনি অপরাধী হবেন? আমি এটা মনে করি না। এখন মন্ত্রী সাহেবের কী ভূমিকা সেটা হলো বড় কথা।’
প্রায় ঘণ্টাব্যাপী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষ করে মন্ত্রী সিলেটের উদ্দেশে রওনা হন।