সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নতুন করে আলোচনায়

36639_e1

এবার ঈদে অপু অভিনীত ‘হিরো-দ্য সুপারস্টার’ ছবিটি মুক্তি পেয়েছে। এ ছবির মাধ্যমে ফের নতুন করে আলোচনায় এসেছেন তিনি। ঢাকাসহ সারাদেশে ১১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সেই হিসাবে বলা যায়, এটি অপুর নতুন রেকর্ড। এর আগে কোন নায়িকার এতো প্রেক্ষাগৃহে একসঙ্গে ছবি মুক্তি ঘটেনি। যদিও এই ছবির মধ্য দিয়ে একই রেকর্ড গড়েছেন ববি। শাকিব খানের প্রযোজনায় ‘হিরো-দ্য সুপারস্টার’ ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এ সম্পর্কে অপু বলেন, নিঃসন্দেহে এটি আমার জন্য বিশাল প্রাপ্তি। একাধিক রেকর্ডের সঙ্গে আরেকটি নতুন রেকর্ড যুক্ত হলো। ছবিটি মুক্তির পরও বেশ রেসপন্স পাচ্ছি। অপু বিশ্বাস প্রযোজক শাকিব খান সম্পর্কে আরও বলেন, নায়ক হিসেবে যেমন যত্নবান দেখেছি, এর চেয়ে প্রযোজক হিসেবে আরও বেশি আন্তরিক ছিলেন শাকিব। তিনি শুটিংয়ের সময় সবার দেখভাল করতেন। নিয়মিত খোঁজ-খবর নিতেন। এছাড়া ছবির গানগুলোর লোকেশন সত্যিই সুন্দর, যা অন্য কোন ছবিতে দর্শক দেখেনি। সব মিলিয়ে ছবিটি দেখে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। এদিকে ঈদ কেমন কেটেছে- এমন প্রশ্নের জবাবে অপু বলেন, কিছুদিন আগে বাবাকে হারিয়েছি। তাই এবার ঈদ আমার জন্য একেবারেই আনন্দের ছিল না। ঈদে আমার একটি ছবি মুক্তি পেয়েছে। আমার কোন ছবি মুক্তি পেলে বাবা ভীষণ খুশি হতেন। বাবাকে খুব মিস করছি। গত কয়েক বছরের সর্বাধিক ছবির নায়িকার খেতাবটা অপু বিশ্বাসের দখলেই। তিনি স্বল্প সময়ের ব্যবধানে ৭০টি ছবিতে অভিনয় করে রীতিমতো ঢালিউডবাসীকে চমকে দিয়েছেন। বর্তমানে অপু নতুন মিশনে নেমেছেন। পর পর একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। আর ঈদ পরবর্তী মিশন শুরু করছেন ‘সালাম মালয়েশিয়া’ ছবির মধ্য দিয়ে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ছবিতে অপুর নায়ক হিসেবে আছেন শাকিব খান। একই নায়কের সঙ্গে অপু আরও আটটি ছবিতে অভিনয় করছেন। এরই মধ্যে চারটির শুটিং শেষ করেছেন। বাকি চারটি ছবির শুটিং খুব শিগগিরই শুরু করবেন। অপু বলেন, আমি এক বছর পর চলচ্চিত্রে নতুনভাবে এসেছি। তাই দেখে-শুনে এগিয়ে যেতে চাই। চলতি বছর ৮টি ছবি হাতে নিয়েছি। আগামীতে এভাবেই এগিয়ে যেতে চাই।