পরিবেশ ও বন সচিব মো. নজিবুর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
তিনি গোলাম হোসেনের স্থলাভিষিক্ত হবেন। চুক্তিতে নিয়োগে থাকা গোলাম হোসেনের মেয়াদ গত বৃহস্পতিবার শেষ হয়েছে।
১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুরকে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়ে রবিবার রাতে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।১৯৬০ সালের ৩১ ডিসেম্বর সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করেন নজিবুর। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে যাবেন।নজিবুর এর আগে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।