বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে জিম্বাবুয়ের বিপক্ষে সোমবার মাঠে নামবে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চারটি জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের পকেটে ভরে নিয়েছে টাইগাররা। এখন কেবল হোয়াইটওয়াশে পালা।আগামীকাল দুপুর সাড়ে ১২টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এ ম্যাচটি।আজ রবিবার দুপুরে অনুশীলনে নামার আগে বাংলাদেশ দলপতি মাশরাফি বলেন, ‘ভালো করে শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ। এতে পরের ম্যাচে মাঠে নামার আগে চিন্তা করতে পারবো যে, শেষ ম্যাচে তো আমরা জিতেছি। ধারাবাহিকভাবে এটা করাটাও খুব গুরুত্বপূর্ণ। এটা ধরে রাখতে পারলে অনেক দূর যাওয়া সম্ভব।’মাশরাফি জানিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে চারটি ম্যাচ জিতে বাংলাদেশ দল বেশ আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী থাকলেও পঞ্চম ম্যাচটিতে লড়াইয়ের পূর্ণ মানসিকতায় রয়েছেন ক্রিকেটাররা। জিম্বাবুয়েকে হাল্কা করে নেওয়ার কোন সুযোগ নেই। মাশরাফির ভাষ্য,‘চারটি ম্যাচ জয় পাওয়ায় সবাই বেশ আত্মবিশ্বাসী। কিন্তু শেষ ম্যাচটি জয়ের জন্যে আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। শতভাগ লড়াই করতে হবে।’এদিকে ধারাবাহিকভাবে প্রতিটি বিভাগে ভালো খেলার ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি জানিয়েছে, এখনো অনেক জায়গা আছে যেগুলোতে উন্নতি করতেই হবে। অন্যথায় ভবিষ্যতে বড় দলের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে না টাইগাররা।