Thursday, December 12Welcome khabarica24 Online

দ্রুত সংলাপ ও নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

10687_Mozena

 

বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংলাপ এবং যতদ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পূর্ণব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ই জানুয়ারি  বিবৃতিতে যে অবস্থান প্রকাশিত হয়েছিল তা অপরিবর্তিত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।ঢাকায় আমেরিকান সেন্টারে আজ সকালে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) এর নতুন মিশন প্রধান জ্যানিনা জ্যারুজেলস্কির পরিচয় করে দেয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএসএইডের নতুন মিশন প্রধান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দরিদ্র মানুষদের সহযোগিতা অব্যাহত রাখবে এবং এক্ষেত্রে নীতির কোন পরিবর্তন হবে না। ইউএসএইডের সাম্প্রতিক জরিপ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জরিপটি স্ন্যাপশট ছিল। এ জরিপে প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য বার্তা রয়েছে। ৫৭ ভাগ মানুষ বলেছেন নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি, একইসঙ্গে ৭৯ ভাগ মানুষ বলেছেন সহিংসতা সঠিক পথ নয়। এটি গ্রহণযোগ্যও নয়। জরিপে এটিও প্রকাশিত হয়েছে এ দেশের মানুষ সরকারের পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই আরেকটি নির্বাচন চায়।