Monday, February 10Welcome khabarica24 Online

দ্বিতীয় সন্তানের জননী হলেন ঈশিতা

জনপ্রিয় টিভি অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা
কন্যাসন্তানের মা হয়েছেন। গত ১ নভেম্বর
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি
ফুটফুটে কন্যাসন্তানের জননী হন। বর্তমানে
মা ও নবজাতক সুস্থ আছেন। শুক্রবার সকালে
মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন
ঈশিতা।
এই অভিনেত্রী বলেন, মা হওয়ার অনুভূতি বলে
বোঝানো যাবে না। শুধু বলবো আমি অনেক
খুশি। সবার কাছে দোয়া চাইবো আমার মেয়ের
জন্য। ঈশিতার মেয়ের নাম রাখা হয়েছে
আজরীন দৌলা। ঈশিতার সংসারে ছয় বছরের
একটি ছেলে সন্তান রয়েছে!