সুর বদল করলেন এ কে খন্দকার।বিতর্কিত বই ‘১৯৭১ : ভেতরে বাইরে’-এর দ্বিতীয় সংস্করণে তিনি লিখেছেন, ভাষণে ‘জয় বাংলা – জয় পাকিস্তান’ বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ ছাড়াও ভূমিকাতে তিনি যা লিখেছেন তা হলো : “আমার লেখা ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটি প্রকাশের চার দিনের মধ্যে নিঃশেষিত হয়েছে। বইটির প্রতি এই আগ্রহের জন্য পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন বইটির দ্বিতীয় সংস্করণ ছাপা হচ্ছে। বইয়ের ৩২ পৃষ্ঠার দ্বিতীয় স্তবকে আমি লিখেছিলাম, “এই ভাষণের শেষ শব্দ ছিল ‘জয় পাকিস্তান’।” আসলে তা হবে, “এই ভাষণের শেষ শব্দগুলো ছিল ‘জয় বাংলা, জয় পাকিস্তান’।” অধ্যাপক আনিসুজ্জামান একটি ত্রুটির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন। অসাবধানতাবশত আমি ‘এমএলএ’ লিখেছি। আসলে তা হবে ‘এমপিএ’ (মেম্বার অব প্রভিনশিয়াল অ্যাসেমব্লি)। অধ্যাপক আনিসুজ্জামানকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় সংস্করণের সুযোগে এ সংশোধন করা সম্ভব হলো। সহৃদয় পাঠক এ বইয়ে অন্য কোনো ধরনের ত্রুটি আমার নজরে আনলে বাধিত হব।”