বৃষ্টি বড়ুয়া ॥
বাঙালী জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িক ও আদর্শবাদী সাংবাদিকতার মুখপত্র দৈনিক সংবাদ ৬৬ বছরে পদার্পণ উপলক্ষে মীরসরাইয়ে মিলনমেলার আয়োজন করা হয়। গতকাল (২০ মে) শুক্রবার বিকাল ৪টায় মীরসরাই পৌরসদরস্থ খবরিকা কার্যালয়ে কেক কেটে মিলনমেলার উদ্যাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক যুগান্তর ও আজাদী প্রতিনিধি কবি মাহবুব পলাশের সভাপতিত্বে এবং দৈনিক সংবাদের মীরসরাই প্রতিনিধি রণজিত ধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সুশাসনের জন্য সুনাগরিক (সুজন) এর মীরসরাই শাখার সভাপতি ও মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জামশেদ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ ও মানবজমিন প্রতিনিধি রাজিব মজুমদার, সহ সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াপয়গাম সহ-সম্পাদক আনোয়ারুল হক নিজামী, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি নাছির উদ্দিন, প্রচার সম্পাদক ও দৈনিক জনতা প্রতিনিধি শরীফ উদ্দিন শিবলু, দৈনিক ভোরের কাগজ ও সাঙ্গু প্রতিনিধি মোহাম্মদ ইউছুপ, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক স্বাগতম বড়–য়া, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক শিমুল কান্তি ভৌমিক, পাক্ষিক খবরিকা প্রতিনিধি রেজা তানভীর, তৌহিদুল ইসলাম, বৃষ্টি বড়–য়া প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক সংবাদ দীর্ঘ ৬৫ বছর পেরিয়ে ইতিহাসের বাঁকে বাঁকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের কালের সাক্ষী হয়ে ইতিহাসের প্রোজ্জ্বল হয়ে আজো টিকে আছে স্ব-মহিমায়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে বাঙালী জাতীয়তাবাদ ও অসম্প্রদায়িক চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে।