সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দৈনিক যুগান্তর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে মীরসরাই কলেজে আলোচনা ও দোয়া


নিজস্ব প্রতিনিধি ::
কিংবদন্তির শিল্প উদ্যোক্তা, দেশের শিল্পখাতের আইকন, দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার ( ১৮ জুলাই) দুপুর ১২টায় এক স্মরণসভা মীরসরাই কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বজন সমাবেশ এর সভাপতি উপাধ্যক্ষ নাছির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রিপন গোপ পিন্টুর সঞ্চালনায় উক্ত স্মরণসভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আফছার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর মীরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নাছির উদ্দিন, সাংবাদিক নেতা ও সঙ্গীত শিল্পী রণজিত ধর, অধ্যাপক জালাল উদ্দিন, অধ্যাপক জহুরুল হক, অধ্যাপক উত্তম চৌধুরী । আলোচনাসভায় বক্তব্য প্রদানকালে অতিথীবৃন্দ দেশের আইকন শিল্পউদ্যোক্তা দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা কর্মবীর নুরুল ইসলাম এর বর্ণাঢ্য কর্মজীবন এবং যমুনা গ্রুপের মতো ব্যবসা ও সেবামূলক প্রতিষ্ঠানের নানা কল্যাণমুখি বিষয় নিয়ে আলোকপাত করে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক বৃন্দ যথাক্রমে জহুরুল হক, আছমা আক্তার দিনা, মমতাজ বেগম, উম্মে কাউছার, পাপিয়া, সুলতানা ইয়াছমিন, সাংবাদিক সানোয়ার ইসলাম রনি, রশিদুল হাসান প্রমুখ। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন আইসিটি বিভাগের প্রভাষক হাফেজ মাওলানা রাসেল আহমেদ।