বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দৈনিক ইনফো বাংলার সাথে ১৩নং মায়ানী চেয়ারম্যান এর সাথে মতবিনিময়

 

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলা ১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন কবির আহম্মদ নিজামী সাথে ৯ সেপ্টম্বর বিকাল ৫টায় “দুরন্ত বাংলাদেশ দুরন্ত আমরা” এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক ইনফো বাংলার পত্রিকার সাথে মত বিনিময় করা হয়। ১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদ কার্যলয়ে দৈনিক ইনফো বাংলা এবং ইনফো বাংলা প্রতিনিধি এম.ইমাম হোসেনে সাথে মত বিনিময় করেন।
উক্ত মতবিনিময় কালে দৈনিক ইনফো বাংলার প্রতিনিধি এম.ইমাম হোসেন মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদর নিজামীর হাতে ইনফো বাংলা পত্রিকার সৌজন্য কপি তুলে দেন। এই সময় পত্রিকা হাতে নিয়ে তিনি বলেন সাংবাদিকেরা হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বলে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক ইনফো বাংলা পত্রিকা দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরবে এই আমার প্রত্যাশা। আমি এই পত্রিকার দ্রুত সমৃদ্ধি কামনা করছি।