রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ক্রয়ক্ষমতা বাড়িয়ে দেশের মধ্যেই বাজার সম্প্রসারণ করতে চায় সরকার। রবিবার সকালে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয় পরিদর্শন শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশকে নিজের পায়ে দাঁড় করাতে সক্ষম হয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
প্রধানমন্ত্রী আরও বলেন, এক বছর ফসলের উৎপাদন ভাল হলে পরের বছর ভাল উৎপাদন নাও হতে পারে। তাই বলে আমাদের দেশের মানুষ না খেয়ে থাকবে, এটা হয় না। তাছাড়া খাদ্যের জন্য আমরা পরনির্ভরশীল হব না। আমাদের যেন আমদানি করতে না হয়। আগে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনা বলেন, উৎপাদনের সঙ্গে সঙ্গে শিল্পায়নও হবে। কারণ মানুষের ক্রয় ক্ষমতা না বাড়লে শিল্পায়ন হবে না। শিল্পায়ন হলে যা উৎপাদন হবে কতো আমরা বিদেশে রপ্তানি করব, আমাদেরকে দেশের ভিতরে বাজার সৃষ্টি করতে হবে।