শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দেশ আজ মৃত্যু উপত্যকা: আনোয়ার

mk-anowar_4740

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কারণেই দেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত ‘নিরাপত্তা সংকটে নাগরিক জীবন : উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন। সাবেক একজন প্রধান বিচারপতির প্রতি ইঙ্গিত করে এম কে আনোয়ার বলেন, ওই বিচারপতি আমাদের সংবিধানে যা দিয়ে গেছেন, তা যতদিন থাকবে ততদিন আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না। এ সংবিধান গণভোটের সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। পৃথিবীর কোনো দেশে এমন সংবিধান নেই। তিনি বলেন, বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত অপহরণ পরবর্তী হত্যাকাণ্ডের সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তাদের চিহ্নিত করে গ্রেফতার করুন। তাদেরকে আইনের আওতায় আনুন। এ ঘটনার সাথে কারা জড়িত তা আজ প্রকাশ হয়ে গেছে। নারায়ণগঞ্জের ঘটনার সাথে স্পষ্টভাবে আওয়ামী লীগ, যুবলীগ জড়িত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।