ছয় বছরে দেশে দারিদ্র্যের হার কমে ২৪ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। ২০১০ সালে দারিদ্র্যের হার ছিলো ৩১ দশমিক ৫ শতাংশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান বিভাগে হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০১৬ এর প্রকাশিত রিপোর্টে এমন তথ্য জানানো হয়।
প্রকাশিত রিপোর্টে আরও জানানো হয়, বর্তমানে অতি দরিদ্রের হার ১২ দশমিক ৯ শতাংশ। ছয় বছর আগে যা ছিলো- ১৭ দশমিক ৬ শতাংশ। বর্তমানে গ্রামে দারিদ্র্যে হার ২৬ দশমিক ৪ শতাংশ, শহরে এই হার ১৮ দশমিক ৯ শতাংশ।
সারা দেশের ২ হাজার নমুনা এলাকায় ৪৬ হাজার ৮০টি খানায় (পরিবার) এ জরিপ অনুষ্ঠিত হয়।
রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছাড়াও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।