Wednesday, February 12Welcome khabarica24 Online

দেশের সকল প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে

image_125256.nodi

দেশের সকল প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রাহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও মেঘনা নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় ঢাকা শহর সংলগ্ন নদ-নদী বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও টঙ্গী খালের পানি হ্রাস অব্যাহত থাকতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত থাকতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ১৬টি স্থানে পানি বৃদ্ধি এবং ৬২টি স্থানে পানি হ্রাস পেয়েছে। দু’টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। তিনটি স্থানে তথ্য পাওয়া যায়নি। ৬টি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।