মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন চায়

image_212234.dddd_251193
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই সেনা মোতায়েনের বিপক্ষে কথা বলে। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন চায়। তিনি বলেন, সিটি নির্বাচনে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি তবে জায়গায় জায়গায় বাধা দেয়া হচ্ছে। আমি নির্বিঘ্নে নিরদ্বিধায় সবার কাছে যেতে চাই। রবিবার রাতে শাহজাদপুরের সুবাস্তু নজরবেলী মার্কেটে তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন। এর আগে ডিসিসি নির্বাচনে দ্বিতীয় দিনে প্রচারণায় নেমে আওয়ামী লীগের অব্যাহত বাধার মুখেও আপোষহীনভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।