এক সময়ের জনপ্রিয় সিকুয়্যাল ‘হারকিউলিস’ এবার আসছে থ্রি-ডি প্রযুক্তিতে। ২৭ জুলাই যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ঈদের দিন থেকে নিয়মিতভাবে ছবিটি ব্লকবাস্টারে দেখা যাবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। ব্রিট রাটনার পরিচালিত আ্যকশন ও অ্যাডভেঞ্চার ধারায় ছবিটিতে অভিনয় করেছেন হলিউড নায়ক ড্যাওয়েন জনসন। এতে আরও অভিনয় করেছেন জন হ্যাট, ইয়ান ম্যাকসেন, ইনগ্রিড কেলসো বার্ডেল, ইরিনা সায়েক প্রমুখ। এককভাবে শাসিত গ্রিক সেনা শাসকের অত্যাচার-অবিচার থেকে অসহায় মানুষের মুক্তির জন্য গ্রিক সভ্যতার ঈশ্বরের পুত্র হারকিউলিসের এক দুঃসাহসিক অভিযান নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। এ ছবিটি ছাড়াও এবারের ঈদে বর্ণাঢ্য আয়োজন নিয়ে আসছে ব্লকবাস্টার সিনেমাস। এ আয়োজনে হলিউডের ছবির পাশাপাশি ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রায় সবগুলো ছবিই ব্লকবাস্টার সিনেমাসের পর্দায় দেখা যাবে। হলিউডের ছবির মধ্যে গডজিলা, নোয়াহ, দ্য ফল্ট ইন আওয়ার স্টারসের মতো সাড়াজাগানো ছবিগুলো থাকছে এবারের ঈদ আয়োজনে। বাংলা ছবিগুলোর মধ্যে থাকছে বহুল প্রতীক্ষিত এবং বহুল আলোচিত অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম-২, শাকিব খানের হিরো দ্য সুপারস্টার, হানিমুন এবং ইমপ্রেস টেলিফিল্মের আরও কিছু ছবি।