ক্ষমতাসীনরা বিভক্তির রাজনীতি শুরু করেছে। তারা এখন দেশকে বিভক্তি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. পিয়াস করিম স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা,গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার অকুতোভয় কণ্ঠস্বর’ শীর্ষক এ নাগরিক স্মরণ সভা আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে নাগরিক স্মরণ সভায় আরো বক্তব্যে রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার প্রমুখ।আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ক্ষমতাসীনদের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীনরা দেশ নিয়ে ভয়ংকর ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে।মির্জা ফখরুল বলেন, শহীদ মিনারেই পিয়াস করিমকে শ্রদ্ধা জানানো উচিত ছিল। কিন্তু কিছু অর্বাচীন বালক এবং যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুই জানে না তারা এটা হতে দেয়নি। পিয়াস করিমের প্রতি স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা একজন প্রিয় মানুষকে হারালাম। দেশও একজন জ্ঞানী ব্যক্তি হারালো। আর এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়।
‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. পিয়াস করিম স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা,গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার অকুতোভয় কণ্ঠস্বর’ শীর্ষক এ নাগরিক স্মরণ সভা আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে নাগরিক স্মরণ সভায় আরো বক্তব্যে রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার প্রমুখ।আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ক্ষমতাসীনদের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীনরা দেশ নিয়ে ভয়ংকর ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে।মির্জা ফখরুল বলেন, শহীদ মিনারেই পিয়াস করিমকে শ্রদ্ধা জানানো উচিত ছিল। কিন্তু কিছু অর্বাচীন বালক এবং যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুই জানে না তারা এটা হতে দেয়নি। পিয়াস করিমের প্রতি স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা একজন প্রিয় মানুষকে হারালাম। দেশও একজন জ্ঞানী ব্যক্তি হারালো। আর এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়।