Wednesday, February 12Welcome khabarica24 Online

দূর্গাপুরে গৃহকর্তার সাহসিকতায় আন্ত: জেলা ডাকাত দলের ১ সদস্য আটক

 

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকায় ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের হাতে ধরা পড়লো আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য। আটককৃত ডাকাত মুরাদ চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তর আলভি গ্রামের আব্দুল লতিফের ছেলে। গত বুধবার (১২ এপ্রিল) রাত আড়াইটায় রায়পুর এলাকার আব্দুর রউফের বাড়িতে এই ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারুল হোসেন চৌধুরী বলেন, বুধবার রাত আড়াইটার সময় আন্তঃজেলা ডাকাতদের একটি দল দুর্গাপুর ইউনিয়নের আব্দুর রউফের বাড়িতে ডাকাতি করতে যায়। এসময় বাড়ির মালিক আব্দুর রউফের চুরির আঘাতে ডাকাত দলের সদস্য মুরাদ আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। পরবর্তীতে মুরাদ ধরা পড়লেও ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ মুরাদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করায়। ডাকাতির ঘটনায় আব্দুর রউফ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।