দুর্বার প্রগতি সংগঠন’র ৪র্থ বর্ষপূর্তি ও কৃষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত ৭ জানুয়ারি। এ উপলক্ষে সকালে এক আনন্দ শোবাযাত্রা বের করে সংগঠনের সদস্যরা। এরপর বিকালে কৃষক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক আশীষ দাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি হাছান মো: সাঈফ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপিস্খিত ছিলেন মীরসরাই উপজেলা সমাজসবো কর্মকর্তা জসীম উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক চট্টগ্রাম শাখার কর্মকর্তা এম. এ. কাইয়ুম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাাহজাহান, মিঠানালা ইউপি চেয়ারম্যান এস.এম আবু তাহের ভুঁইয়া, চেয়ারম্যান শাহীনুল কাদের চৌ:, র্কাষ্টম কর্মকর্তা নুরুল হুদা, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা। অনুষ্ঠানে উত্তর চট্টগ্রামের জনপ্রিয় পত্রিকা পাক্ষিক খবরিকা’র পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বই প্রদান করা হয়।
দুর্বার প্রগতি সংগঠন’র ৪র্থ বর্ষপূর্তি ও কৃষক সংবর্ধনা অনুষ্ঠিত
Warning: Trying to access array offset on value of type bool in /home/khabarica24/public_html/wp-content/themes/taslimnews/inc/template-tags.php on line 163