অনিয়ম, দুর্নীতি আর পেশাগত অযোগ্যতার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের এক মহাব্যবস্থাপককে (জিএম)। তার নাম গোলাম মোস্তফা। তিনি ব্যাংক পরিদর্শক বিভাগের দায়িত্বে ছিলেন। চূড়ান্তভাবে বরখাস্ত করার আগে তিনি মানব সম্পদ বিভাগে সংযুক্ত (ওএসডি) থাকবেন বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামানও বিষয়টি স্বীকার করেছেন।