মীরসরাই উপজেলার সর্ব প্রথম প্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয় (১৯০৮) শতবর্ষী বিদ্যাপীঠ দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ১৯৮৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ আগষ্ট (শুক্রবার) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামস্থ কাট্টলী টোল রোড সংলগ্ন সাহেব বাবুর বৈঠক খানা রেস্টুরেন্টের দিন ব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে
দেশ বিদেশে অবস্থানরত ২৩ জন সহপাঠী দীর্ঘ ৩৫ বছর পর প্রথমবার মিলিত হলে এক আবেগঘন, স্মৃতি-ভারাক্রান্ত ভালবাসার পরিবেশ তৈরী হয়। শুরুতেই প্রয়াত শিক্ষক সহপাঠীদের স্মরণ ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সারাদিন সবাই আলোচনা, স্মৃতিচারণ , আড্ডা, নাচ গান, খাওয়া, ছবিতোলা, হাসি খুনসুটি , হৈ- হুল্লোড়ে মেতে নিজেদের ফেলে আসা দিনগুলোতে যেনো ফিরে যায়।
দূর্গাপুর স্কুল ১৯৮৪ ব্যাচ নামে সংগঠন গড়ে তোলা, ফান্ড সংগ্রহ, শিক্ষা, স্কুল ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখা, যোগাযোগ বিচ্ছিন্ন সহপাঠীদের খুঁজে সংগঠিত করা, প্রতিবছর পুনর্মিলনীর আয়োজন সহ নানান সিদ্ধান্ত গ্রহন শেষে সহপাঠীরা আগামী মিলনমেলার প্রত্যাশায় ও পরস্পরের শুভকামনায় অশ্রুসিক্ত নয়নে পরস্পরকে বিদায় জানায়। (প্রেস বিজ্ঞপ্তি)