Monday, February 10Welcome khabarica24 Online

দুবাইয়ে জাতীয় কবিতা মঞ্চ দুবাই শাখার আহবায়ক কমিটি গঠিত

manna vi

ইউ.এ.ই প্রতিনিধিঃ-সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে  জাতীয় কবিতা মঞ্চ দুবাই শাখা  পূর্ণ কমিটি লক্ষ্যে এক সভা গত ১৯শে ফেরুয়ারি রোজ শূক্র রার ইউ.এ.ই সময় বিকাল ৫ টা লুলু ফ্যাশন হল রুমে  দুবাই য়ে বিশিষ্ট ব্যাবসায়ি সমাজ সেবক  মোহাম্মদ সাইফুল আলম (সাইফ) এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। জাতীয় কবিতা মঞ্চ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মনির উদ্দিন (মান্না), কবি  মোহাম্মদ মুছা, প্রযুক্তিবিদ মোহাম্মদ জহির উদ্দিন (শিপন), কবি মোহাম্মদ ফাহাদুল করিম, দুবাই ব্যবসায়ি মোহাম্মদ সিরাজুল দ্দোলা( মামুন), সমাজকর্মী মোহাম্মদ সোহেল আরমান, মোহাম্মদ রেজাউল করিম( রুবেল),লেখিকা ও নারী নেএী শারমিন আক্তার (জেলি), মোহাম্মদ বশির আহম্মদ, কবি মোহাম্মদ রিপন প্রমুখ। উক্ত  কমিটি প্রস্ততির লক্ষ্যে সর্বসম্মতিক্রমে কবি ও কলামিস্ট মোহাম্মদ মুছাকে আহ্বায়ক ও সাংবাদিক কবি ও সাহিত্যিক মোহাম্মদ মনির উদ্দিন (মান্না) কে সদস্য সচিব, মোহাম্মদ আলী হায়দার,মোহাম্মদ নুরুল গণি,মোহাম্মদ নাজমুন হাসান কে সদস্য করে ৫সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। একই সভার দ্বিতীয় অধিবেশনে আহবায়ক কমিটির সভার বাংলা ভিশনে আবুধাবী ব্যুরো প্রধান ও দৈনিক পূর্বকোণ এর ইউ.এ.ই প্রতিনিধি জাহাঈীর কবীর বাপপি কে নির্বাচন কমিশনার এবং মোহাম্মদ ওমর খালেদ কে যুগ্ম নির্বাচন কমিশনার করে নির্বাচন পরিচলনা কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটি ৩০ দিনের মধ্যে পূর্ণ কমিটি সম্পন করবেন বলে সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হয়।  দুবাইয়ের জাতীয় কবিতা মঞ্চর দুবাই শাখার সদস্য হতে ইচ্ছুক এবং আগ্রহী যোগ্য প্রার্থীগগকে আহবায়ক ও সচিব সাথে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে সকল প্রবাসীকে।