Thursday, December 12Welcome khabarica24 Online

দুবাইতে বাংলাদেশি মালিকানায় নতুন টাইপিং সেন্টার উদ্বোধন

অনলাইন ডেস্ক :

DSC02506
গত শুক্রবার আরব আমিরাতের দুবাইয়ের সোনাপুর মেডিকেল সংলগ্ন এলাকায় বাংলাদেশি মালিকানাধীন নতুন একটি টাইপিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ‘ আল নাজম আল খারিজ বিজনেস ম্যানেজম্যান্ট সার্ভিসেস’ এর ব্রাঞ্চ হিসেবে চারজনের মালিকানায় যাত্রা শুরু করেছে এই প্রতিষ্ঠান।

উদ্বোধনের সময় প্রতিষ্ঠানের মালিক গয়েস, মোশকর, লোকমান ও লুৎফুর সহ শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক মঙ্গল কামনা করে উদ্বোধন উত্তর বিশেষ দোয়া- মোনাজাত পরিচালনা করা হয়। পরে সবাইকে মিষ্টি বিতরণ করেন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, টাইপিং সেন্টারটির অপর শাখা সোনাপুর ইউএই এক্সচেঞ্জের পাশে অবস্থিত ও পরবর্তী সেন্টার আল কুছ এ প্রক্রিয়াধীন রয়েছে।