শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দুদকের মামলায় বদির আগাম জামিন

40890_bodi

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছেন কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদি। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বদিকে চার সপ্তাহের আগাম জামিন দেন। এর আগে, গত বৃহস্পতিবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এবং বদির বিরুদ্ধে রমনা থানায় পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।