সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দুই লাখ ৪২ হাজার সরকারি শূন্যপদ পূরণের উদ্যোগ

ban govt_42440

দেশের দুই লাখ ৪২ হাজার ৪১২টি সরকারি শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। এই অথর্বছরেই বেশিরভাগ নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বাড়ছে শূণ্য পদের সংখ্যা। গত এক বছরের ব্যবধানে অনুমোদিত সরকারি পদের সংখ্যা বেড়েছে এক লাখ ৬০ হাজার ৯৯৩টি। আমলাতান্ত্রিক নানা জটিলতায় বছরের পর বছর খালি থাকলেও এসব পদে নিয়োগ দেওয়া হচ্ছে না। অন্যদিকে প্রতি বছর বেকারের তালিকায় যোগ হচ্ছে লাখ লাখ শিক্ষিত যুবক। কেউ কেউ দু-তিনটি নিয়োগ পরীক্ষা দিয়েই হারিয়ে ফেলছেন সরকারি চাকরির বয়স। এ পরিস্থিতিতে গত ২১ অক্টোবর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব শূণ্য পদ দ্রুত পূরণের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ ব্যাপারে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। ইতোমধ্যে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদের তালিকা তৈরি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে প্রথম শ্রেণির পদ শূন্য রয়েছে ১২ হাজার ৬৯৬টি। এর মধ্যে ১০ হাজার ৬৬৭টি রয়েছে সহকারী সচিব পদমর্যাদার। খুব শিগগির প্রথম শ্রেণির কর্মকর্তা পদে প্রায় দুই হাজার লোক নিয়োগ দেওয়া হবে। বাকি শূন্য পদ রয়েছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর।