খবরিকা ডেস্ক : এসএআইএল-এসবিআই ওপেনে প্রথম রাউন্ড শেষে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন সিদ্দিকুর রহমান। প্রতিযোগিতার প্রথম দিনে পারের চেয়ে পাঁচ শট কম খেলেছেন বাংলাদেশের সেরা এই গলফার।
দিল্লি গলফ ক্লাবে বুধবার মোট সাতটি ‘বার্ডি’ (কোনো হোলে পারের চেয়ে এক শট কম খেলা) করেন সিদ্দিকুর। দুইটি ‘বোগি’ও (কোনো হোলে পারের চেয়ে এক শট বেশি খেলা) করেছেন তিনি।
দিনটি দারুণ কেটেছে দিল্লি গলফ ক্লাবেই বেড়ে ওঠা রশিদ খানের। পারের চেয়ে ১১ শট কম খেলে শীর্ষে আছেন তিনি।
গতবছর সিদ্দিকুরের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে এই দিল্লি গলফ ক্লাবেই। হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার।
বাংলাদেশের আরো দুইজন গলফার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রথম দিন শেষে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ৩৯তম স্থানে আছেন মো. জামাল হোসেন মোল্লা আর পারের চেয়ে এক শট বেশি খেলে যৌথভাবে ৮২তম স্থানে আছেন মো. শাখাওয়াত হোসেন সোহেল।