মুহাম্মদ রফিক উল্লাহ, আবুধাবী থেকে :
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর’র ১৫৪ তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১১৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠান অনেকটা দায় সারা ভাবে উদযাপিত হয়েছে। গতকাল বাংলাদেশ ইসলামীয়া স্কুল এন্ড কলেজের হল রুমে রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান’র সভাপতিত্বে ও শ্রম সচিব আরমান উল্লাহ চৌধুরীর পরিচালনায় প্রবাসী কমিনিউটি নেতা ইফতেখার হোসেন বাবুল, অধ্যাপক হাবীব উল্লাহ খোন্দকার, স্কুল অধ্যক্ষ মীর আনিছুল হাসান এতে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্কুলের ক্ষুদ্র শিল্পীরা মঞ্চ মাতিয়ে রাখলেও কোন সাড়া মিলেনি দর্শকদের কাছ থেকে। সামনের ২ সারি পুরুষ ও ৩ সারি মহিলা দর্শক থাকলেও পিছনের ১৮ সারি চেয়ার খালি থাকায় অনুষ্ঠানে আগত প্রবাসী দর্শকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রবাসীরা বলেন, দূতাবাস দায়ভার এড়ানোর জন্য প্রতিনিয়ত এমন অনুষ্ঠান করে যাচ্ছে। তারা আরো বলেন, এমন রাষ্ট্রীয় অনুষ্ঠানে ব্যাপক প্রচারণা না থাকায় প্রতিবারই এসব অনুষ্ঠান সফলতা পায়না। আগামীতে ভালো করে প্রচারের পর রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো আয়োজন করার দাবী জানিয়েছেন প্রবাসীরা।
পরে শিল্পীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।