সরকারবিরোধী আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনার জন্য দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।এ ছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবদের এবং রবিবার রাত ৯টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে খালেদা জিয়া বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন তিনি। দলের সাংগঠনিক অবস্থা এবং চলমান আন্দোলনের কর্মকৌশল নিয়ে এসব বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন যুগ্ম মহাসচিব।